Know About Cat’s Island…
Nov 27, 2020
ব্রাজিলের জনমানবশূন্য ফুরটাভা দ্বীপে ২৫০ টির মতাে বিড়ালের বসবাস। কিন্তু এখানের এত বিড়াল এলাে কীভাবে? শুনলেও বিস্মিত হবেন। অনেক বছর আগে দুইজন দম্পতির বসবাস ছিল এই দ্বীপে। তাদের ছিল দুইটি বিড়াল। তারা দুইজন মারা যাবার পর এই দ্বীপে আর কেউ বসবাস করেনি। আর তাদের রেখে যাওয়া সেই দুই বিড়াল থেকেই এত বিড়াল এর সৃষ্টি। ব্রাজিলের এই দ্বীপটিকে “Island Of the Cats” নামেও ডাকা হয়৷